আইএবি নিউজ : দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি বলেন, চাল, ডাল, শিশু খাদ্য ও কাঁচা তরকারি মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। কোথাও সরকারের নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। বাজার দর বৃদ্ধিতে মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছে।
তিনি বলেন, রোজা আসার আগেই যেভাবে জিনিসপত্রের দাম আকাশচুম্বি হয়ে উঠছে এতে জনমনে চরম উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। এভাবে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকলে অল্প, মধ্য আয়ের মানুষের দুঃখ দুর্দশার কুল-কিনারা থাকবে না। তাই কঠোর হস্তে মুনাফালোভীদের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে কালোবাজারীদের কালো থাবা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। রোজাদার সাধারণ মানুষ যেন দু’বেলা পেট পুরে খেয়ে সিয়াম সাধনা করতে পারে সে ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
সোমবার (১৫ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পুরানা পল্টনস্থ অফিস মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, আলহাজ্ব আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব কে. জি মাওলা প্রমুখ।
Leave a Reply