ইমাম হোসাইন কুতুবী, রাঙামাটি (জেলা) সংবাদদাতাঃ আজ শুক্রবার (২৭ অক্টোবর’১৭) বিকাল ৩টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি মু. খাইরুল ইসলামের সভাপতিত্বে জেডিসি/জেএসসি পরিক্ষার্থীদের নিয়ে দোয়া ও পরিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন রাঙামাটি জেলা শাখার সংগ্রামী সভাপতি মু. জসিম উদ্দীন।
প্রধান অতিথি উপস্থিত ছাত্রদের উদ্দেশ্য বলেন, তোমরা আগামীর দেশ গড়ার কারিগর, তোমাদের স্বপ্ন থাকতে হবে অনেক বড় ও পরিকল্পনা থাকতে হবে সুদূরপ্রসারী। কেননা জীবনে পরিকল্পনা বা টার্গেট না থাকলে লক্ষ্যে পৌছা যায় না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি মো: নাসির হোসেন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মো: ইসমাঈল হোসেন, ইশা ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা সহ-সভাপতি মো: আবু তৈয়ব, জেলা সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply