স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন আদাবর থানা শাখার উদ্যোগে আজ ১০ রমজান ৬ই জুন মঙ্গলবার আদাবরস্থ জান্নাতুল ফেরদাউস জামে মসজিদে “আদর্শ সমাজ বিনির্মাণে সিয়ামের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
থানা সভাপতি মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মুফতী দেলোয়ার হোসাইন সাকী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহকারী দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে থানা শাখার দায়িত্বশীলগণ, সহযোগী সকল সংগঠনের দায়িত্বশীলগণ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply