সরোয়ার, কোতয়ালি (থানা) সংবাদদাতা : বুধবার ৭ জুন (১১ রমজান) ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতয়ালি থানার ৩২নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
৩২নং ওয়ার্ডেের সভাপতি ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এ.বি.এম জাকারিয়া। প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক এইচ.এম সাইফুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি পুন:স্থাপনের প্রতিবাদে ১৭ রমজান বদরের চেতনায় উজ্জীবিত হয়ে পীর সাহেব চরমোনাই হুজুরের নেতৃত্বে ঢাকার রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
প্রধান বক্তা বলেন, একটুকরা কাপড় যেমন কুরআনের সংস্পর্শে থাকার কারণে এত দামি হয়, তেমনি যারা কুরআনকে মুহাব্বত করবে, কুরআনের আইন বাস্তবায়নের জন্য আন্দোলন করবে, সংগ্রাম করবে তাদের মর্যাদাও বেড়ে যাবে
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, কোতয়ালি থানার সভাপতি মাওলানা মুহাম্মাদ নূরুন্নবী তালুকদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, বিশিষ্ট ইসলামী গবেষক আনিসুল হক, বাবু বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি মোঃ খায়রুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ অহিদুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মাদ ইসহাক
জবি শাখার সাবেক সভাপতি গাজী আবু হোরায়রা, সদ্য সাবেক সভাপতি মোঃ আবুল হোসাইন-সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply