স্টাফ রিপোর্টার : রবিবার (১৫ রমজান, ১১ই জুন’১৭) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর আওতাধীন দারুস সালাম থানা শাখার উদ্যোগে “দ্বীন প্রতিষ্ঠায় সময়ের কুরবানি ও সিয়ামের শিক্ষা”-শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
থানা সভাপতি আলহাজ্ব আবু ইউসুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মাদ শরিফুল ইসলাম, বায়তুল কারীম জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মোশাররফ হোসাইন, মাদরাসায়ে আসহাবুস সুফফা-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রহমাতুল্লাহ।
এছাড়াও থানা শাখার দায়িত্বশীল, সহযোগী সকল সংগঠনের দায়িত্বশীলসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply