আইএবি নিউজ : মজলুম নবাগত রোহিঙ্গা আসার বর্তমান মূল স্পট শাহপরির দ্বীপ। যেখানে রয়েছে ইসলামী আন্দোলনের লঙ্গরখানা। একদিন সেখানে অবস্থান করে তারা টেকনাফ উখিয়া চলে আসে। আসার পথটি মারাত্মক দুর্গম। বোটে নাফ নদী পার হয়ে দীর্ঘ এক কিলোমিটার পথ পর্যন্ত হেটে আসতে হয়। সেই রাস্তাটি গত পরশু ভেঙে গেছে। ফলে প্রতিদিন হাজার হাজার মুহাজির সীমাহীন কষ্ট করে সাঁতার দিয়ে বা দু’তিনটি বাঁশের দূর্বল সাকো পারাপার হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজ (রবিবার) ব্রীজের নির্মাণ কাজ সমাপ্ত হয়। সবার পরামর্শে ব্রিজের নামকরণ করা হয়, “মাওলানা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. সেতু”। ব্রীজ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর নেতা মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক কাওসার আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী, যুব আন্দোলনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এ আর খান, সাবেক ছাত্রনেতা জাওয়াদুল কারীম, মিডিয়া ব্যক্তিত্ব হাসিব আর রহমান, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি মাওলানা মতিউল্লাহ নুরী, শাহপরির দ্বীপ ইউনিয়ন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কালীম, এলাকার সম্মানিত জনপ্রতিনিধি মেম্বার জাফর প্রমুখ।
Leave a Reply