সাইদ বিন সুলতান, ঠাকুরগাঁও (জেলা) সংবাদদাতা : মায়ানমারের আরাকান রাজ্য থেকে বৌদ্ধ সন্ত্রাসী ও সেনাবাহিনী কর্তৃক হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ সহ নযীরবিহিন নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের জন্য পীরসাহেব চরমোনাই’র আহ্বানে দেশব্যাপী ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুহাম্মদ আব্দুল জব্বারকে আহবায়ক এবং জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মুহাম্মদ মতিউর রহমান বায়েজীদকে সদস্য সচিব করে ৫ সদস্যের ত্রাণ কমিটি করা হয়। ত্রাণ কমিটি গতকাল (শুক্রবার) বাদ জুমা শহরের বিভিন্ন স্পট হতে স্বেচ্ছাসেবীদের সহায়তায় ত্রাণ সংগ্রহ শুরু করে।
ত্রাণ সংগ্রহের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে ত্রাণ কমিটির আহবায়ক জনাব মতিউর রহমান বায়েজীদ এর সাথে কথা বললে তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ্! ধর্মপ্রাণ মুসলমানগণ স্বতঃস্ফূর্তভাবে রোহিঙ্গা মুসলিমদের সাহায্যার্থে গঠিত আমাদের ত্রাণ তহবিলে দান করছেন। অনেককেই দেখা যাচ্ছে দানকালে অশ্রুসজল হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছেন এবং ভূয়সী প্রশংসা করছেন।’
উল্লেখ্য, প্রশাসনকে অবহিত না করে ঠাকুরগাঁওয়য়ে রোহিঙ্গাদের জন্য দুদিন পূর্বে ত্রাণ সংগ্রহকালে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ইসলামী আন্দোলন এ সমস্যা এড়াতে পূর্ব ব্যবস্থা কী গ্রহণ করেছে জানতে চাইলে মতিউর রহমান বায়েজীদ বলেন, ‘পূর্ব ব্যবস্থা হিসেবে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। তারা কিছু শর্তারোপ করে ত্রাণ সংগ্রহের জন্য মৌখিকভাবে অনুমতি দিয়েছেন।’
Leave a Reply