দুবাই প্রতিনিধি : বিশ্বের সর্বাধিক নির্যাতিত, নিপীড়িত ও অসহায় আরাকানি রোহিঙ্গা মুসলমানদের জন্য দুবাইতে ইসলামী আন্দোলনের উদ্যোগে প্রবাসী বাঙ্গালীদের নিয়ে গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর’১৭ ইং) সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের জারুয়ানী মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আলী হোসাইন দাঃবাঃ বলেন, মুসলমানরা আজ একতাবদ্ধ না থাকার কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় নিরাপরাধ হওয়া সত্ত্বেও নির্যাতনের শিকার হচ্ছে। মুসলিম জাতি যতদিন ঐক্যবদ্ধ ছিলো, ততদিন কোন কাফের শক্তি মুসলমানের দিকে আড় চোখে দেখারও সাহস করে নাই। সমস্যার মোকাবেলা করতে হলে মুসলমানদেরকে নিজেদের ঈমানের মজবুতি করতে হবে।
ঈমানের মজবুতি ছাড়া বিশ্ব কুফরি শক্তির মোকাবেলা সম্ভব নয়।
তিনি বলেন, আজ লক্ষ লক্ষ রোহিঙ্গা ভাই বোনকে বাপ-দাদার ভিটেমাটি ছাড়া করছে বার্মিজ সেনাবাহিনী। হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করছে, শিশুদের হত্যা করছে, নারীদের ইজ্জত হরণ করছে, তারপরও জাতিসংঘ নিরব। আমরা মুসলমানরা যদি কুরআন সুন্নাহর ভিত্তিতে সংঘবদ্ধ না হই, তবে সম্ভব নয় জাতিসংঘ দিয়ে মুসলিম নিধন বন্ধ করা।
তিনি বলেন, আজ ইসলামকে কুফরি শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করছে, অথচ আমরা এখনো অনৈক্যর চাদর মুড়ে বেঘোর ঘুমে নিমজ্জিত। এমনটা চলতে দেওয়া যায় না। চরমোনাইর শায়খ ফজলুল করীম রহঃ এর মত আমাদের প্রত্যেককে দ্বীনের ঝান্ডাবাহী হয়ে এসবের মোকাবেলায় অবতীর্ণ হতে হবে।
দোয়া মাহফিলে সাধারণ শ্রমজীবী প্রবাসীরা ছাড়াও অনেক আলেম উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন দুবাইর বরেণ্য আলেমেদ্বীন মাওলানা আনছারুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম।
Leave a Reply