নাঈম ইসলাম, মাদারীপুর (জেলা) সংবাদদাতা : আজ (১৫ সেপ্টেম্বর’১৭) শুক্রবার মিয়ানমার সরকার কর্তৃক আরাকানী রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ, শিশু-কিশোর হত্যা, ধর্ষণ ও তাদের বসতভিটা জালিয়ে দেয়ার প্রতিবাদ এবং রোহিঙ্গা মুসলমানদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবীতে ইসলামী যুব আন্দোলন মাদারীপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ জামিল হুসাইনের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় মাদারীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা সভাপতি মুহাম্মাদ আজহারুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম শাহীন।
এছাড়াও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন মাদারীপুর জেলা সহ-সভাপতি মুহাম্মাদ শাহাদাত হুসাইন, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মাহফুজুর রহমান বিপ্লব , ইশা ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা সহ-সভাপতি মুহাম্মাদ দেলাওয়ার হুসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রেজাউল করীম, সরকারী নাজিমউদ্দীন কলেজ (সাংগঠনিক জেলা) শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাকির হুসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply