মুক্তাদির চৌধুরী, সিলেট প্রতিনিধি : মজলুম রোহিঙ্গা মুসলমানরা অমানবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বিশ্বের সকল দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে এবং মিয়ানমার সরকারের গঠিত কফি আনান কমিশনের রিপোর্টের ভিত্তিতে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করে সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বাদ আছর সিলেট কোর্ট পয়েন্টে বিশাল এক মানববন্ধনে জেলা আহ্বায়ক মাওলানা আব্বাস উদ্দিনের সভাপতিত্বে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সহ-সভাপতি আব্দুল করিম, মহানগর সভাপতি মুফতী মোঃ ফখরুদ্দীন, সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাঈদ আহমদ, শিক্ষক ফোরামের জেলা সদস্য সচিব মাওলান আব্দুশ শহীদ, জেলা ইশা ছাত্র আন্দোলন সভাপতি সোহেল আহমদ, মহানগর সভাপতি শিহাব উদ্দিন প্রমুখ।
Leave a Reply