তৈয়বুর রহমান, গাজীপুর (জেলা) সংবাদদাতা : সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের উদ্যোগে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম নির্যাতন, গণহত্যা ও মায়ানমারে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়ার দাবীতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফাইজুদ্দীন এর সভাপতিত্বে চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নগর আন্দোলন এর সহ-সভাপতি প্রকৌশলী আবুল খায়ের, নগর সেক্রেটারী আলহাজ্ব মুফতী হুসাইন আহমদ, দফতর সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সহঃ অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মাদুল্লাহ, জেলা আন্দোলন এর সহকারী প্রচার সম্পাদক মুহাম্মদ শাহিরুল ইসলাম শাহিন, যুব আন্দোলন এর নগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহিন আলম, ছাত্র আন্দোলন এর নগর সভাপতি এস.এম আব্দুল ওয়াহিদ প্রমূখ। এছাড়াও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, মায়ানমারে সামরিক বাহিনী কর্তৃক অমানবিকভাবে মুসলিম নিধন চলছে। যা জাহিলী যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। তারা আজ এই হত্যাকান্ডের মধ্য দিয়ে প্রমান করে দিয়েছেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতী তারা। বক্তাগণ অনতিবিলম্বে মায়ানমারের মুসলিম গণহত্যা বন্ধ এবং রোহিঙ্গা মুসলমানদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে মায়ানমার সরকারের প্রতি দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে নেতৃবৃন্দ সমাবেশ স্থল থেকে মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহ প্রদক্ষিন করে আইএবি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত দোয়ার মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষ হয়।
Leave a Reply