মহসিন হোসাইন, চাদঁপুর (জেলা) প্রতিনিধি : দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বাইতুল আমিন শ্বপথ চত্বরে মিয়ানমার সরকার কর্তৃক আরকানী রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ ও শিশু-কিশোরদের গণহত্যা, গণধর্ষণ এবং
বসতভিটা জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মাওঃ গাজী মুহাম্মদ হানিফ এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মুহাম্মদ মহসিন হোসেন এর পরিচালানায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয় শিক্ষা ফোরাম চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ নুরুল আমিন।
তিনি বলেন, সারা বিশ্বে মুসলিম নিধনের পাঁয়তারা চলছে। মায়ানমারে রোহিঙ্গা গণহত্যা সেই সুদূর প্রসারি ষড়যন্ত্রেরই একটি অংশ। এই দুর্দিনে সারা মুসলিম জাতির ঐক্যের প্রয়োজন।
মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম গণহত্যা বন্ধে মিয়ানসারের সাথে যা করার প্রয়োজন তাই করতে হবে। অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করতে মিয়ানমারের সকল পণ্য বর্জন করতে
হবে।
তিনি বলেন, সরকার রাখাইন রাজ্যে গণহত্যার মাধ্যমে মুসলিম শূণ্য করার অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে। গণহত্যার মাধ্যমে বর্মী জান্তারা এবং অং সান সুচি বিশ্ব সন্ত্রাসী হিসেবে
চিহ্নিত হয়েছে। ইতিহাসের ভয়াবহ হত্যাযজ্ঞ ও নির্মমতা এবং বিশ্বব্যাপী মানবতা ভুলুন্ঠিত হলেও জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এব্যাপারে
কোন কার্যকরি ভুমিকা রাখতে পারছে না। জাতিসংঘের এই অমানবিক আচরণে মুসলিম
জাতিসংঘ প্রতিষ্ঠার অনিবার্যতা আরো জোরালো হচ্ছে। আমরা দাবি জানাচ্ছি রোহিঙ্গা মুসলমান
নিধন বন্ধ করুন। বাংলাদেশে অবস্হানরত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব সহ সকল অধিকার ফিরিয়ে দিতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি তিনি বলেন, বাংলাদেশে অাশ্রয় নেওয়া অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের নিয়ে রাজনীতি না করে তাদের পাশে দাড়ান, তাদেরকে সাহায্য করুন।
অন্যনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ মামুনুর রশিদ খান বেলাল, মুহাঃ শাহ্ জামাল গাজী সোহাগ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মোঃ রিয়াজুর রহমান, ইসলামী যুব আন্দোলন সদর উপজেলার
আহবায়ক এ কে মোকতার হোসাইন, জাতীয় শিক্ষা ফোরাম চাঁদপুর জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ নেছার উদ্দিন, মোঃ কামরুল হাসান সহ অন্যানন্য নেতৃবৃন্দ।
Leave a Reply