রাজবাড়ী থেকে হাসান রাযী : আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ মিনিটে রাজবাড়ি জেলা স্কুলের সামনে আরাকানে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ি জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষেভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মুসলিম নির্যাতন বন্ধে সকল মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হতে হবে। তা নাহলে হত্যা প্রতিরোধ করা সম্ভব নয়। পরে সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।
উক্ত সমাবেশে উপস্হিত ছিলেন ইসলামী আন্দোলন রাজবাড়ি জেলার সভাপতি নুর মুহাম্মদ, জেলা মুজাহিদ কমিটির সদর কারী আবু ইউসুফ, জেলা যুব আন্দোলনের যুবনেতা মুহাম্মদ সাব্বীর হুসাইন, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কাওসার হুসাইন, ছাত্র আন্দোলন বালিয়াকান্দির সহ-সভাপতি হাফেজ সিফাতুল্লাহ জাকারিয়া, মাওলানা আশরাফুল ইসলাম, মুফতি গোলাম কিবরিয়া মাসুম, মুহাম্মদ জাহিদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
Leave a Reply