আল-আমিন, গাইবান্ধা (জেলা) সংবাদদাতা : আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বাদ যোহর গাইবান্ধা প্রেস ক্লাবের সামনে আরাকানে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষেভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মুসলিম নির্যাতন বন্ধে সকল মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হতে হবে। তা নাহলে হত্যা প্রতিরোধ করা সম্ভব নয়। এবং বাংলাদেশে অব্স্হানরত রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক সহায়তা প্রদানে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান। পরে সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণকালে পুলিশের বাধার সম্মুখীন হয়। এবং সেখানেই সভাপতির সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠাননের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত সমাবেশে উপস্হিত ছিলেন ইসলামী আন্দোলন গাইবান্ধ জেলার সভাপতি মাওঃ ইসমাঈল হোসাইন, জেলা সেক্রেটারি মাওঃ আব্দুল মাজেদ, জয়েন সেক্রেটারি ও শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মাওঃ আল-আমিন, যুব আন্দোলন জেলা সহ-সভাপতি হাফেজ আবু হানিফ, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ওলিউল্লাহ সহ জেলা ও থানা প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
Leave a Reply