স্টাফ রিপোর্টার : মিয়ানমারে রোহঙ্গিা মুসলমানদের উপর বর্বর গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা। কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের র্কমসূচীর অংশ হিসেবে সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহররে পুরাতন ডসিকর্িোট মসজদি চত্ত্বর থেকে বিশাল মিছিল করে করে দলটি। সংগঠনের ভারপ্রাপ্ত জেলা সভাপতি ডা. এইচ. এম. মোমতাজুল করীমরে সভাপতত্বিে ও সক্রেটোরী মাওলানা মুহা. শিহাব উদ্দীনরে সঞ্চালনায় মিছিল পরর্বতী সংক্ষিপ্ত সমাবশে করা হয়।
সভাপতরি বক্তব্যে ডা. এইচ. এম. মোমতাজুল করীম বলনে, মিয়ানমারে মুসলমান নারী, পুরুষ ও শশিুদরে উপর অং সান সুচির সামরকি জান্তাদের জুলুম-নর্যিাতন, হত্যা, র্ধষণ ইতিহাসের সকল বর্বরতাকে হার মানয়িছে। এমন র্ববরতা বিশ্ববাসী কখনো দখেনি। মুসলমানদরে রক্তে রঞ্জিত অং সান সুচিকে জাতিসংঘ নোবলে পুরস্কারে ভূষিত করে মুসলমানদরে সাথে গাদ্দারী করছে। তার নোবলে পুরস্কার বাতিল করতে হব।
তিনি আরো বলনে, জাতিসংঘ মুসলমান ও ইসলাম বিরোধীদের পুরস্কৃত করে মুসলমানদরে সাথে তামাশা করছে। কজেই এই জাতিসংঘ দিয়ে মুসলমানদরে কোন র্স্বাথ রক্ষা হবে না, প্রয়োজন মুসলিম রাষ্ট্রগুলোর সমন্বয়ে পৃথক মুসলিম জাতিসংঘ। আর্ন্তজাতিক আদালতে রোহিঙ্গা মুসলমানদরে গণহত্যা ও র্ধষণরে বিচার এবং মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে মানবিক বির্পযয় রোধ এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তরিক্ষী বাহনিী মোতায়ন করতে হব। রোহিঙ্গা মুসলমান নারী, পুরুষ ও শিশুদের নির্বিচারে হত্যা করে মিয়ানমার সরকার জুলুমরে সকল রেকর্ড ভঙ্গ করেছে।
সমাবেশে আরো বক্তব্য রাখনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহ মোঃ এনামুল হক ফয়েজী, সক্রেটারী মাওলানা শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মুফতি মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা জামাল উদ্দীন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ বদরুল আমীন।
Leave a Reply