শাহিন বিন শফিক, কুমিল্লা দক্ষিণ সংবাদদাতাঃ গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) লাকসাম উত্তর বাজার আরাকানে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মুসলিম নির্যাতন বন্ধ করো। না হয় খালিদ বিন ওয়ালিদরা জাগ্রত হলে তোমাদের শেষ রক্ষা হবেনা। পরে সকল মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বাংলাদেশে আসা নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতেও আহবান জানানো হয়।
উক্ত সমাবেশে উপস্হিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণের সভাপতি নন্দিত বক্তা মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নূরু মিকার, সাধারণ সম্পাদক মাওলানা নূর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এইচ.এম শাহাদাত।
এছাড়াও জেলা মুজাহিদ কমিটি, জেলা যুব আন্দোলন, জেলা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
Leave a Reply