আল ইমরান, বরগুনা (জেলা) সংবাদদাতাঃ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে বরগুনা জেলার বেতাগীতে মানববন্ধন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাগী উপজেলা শাখা।
আজ (মঙ্গলবার) সকাল ১০টায় বেতাগী উপজেলার খাসকাচারী মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী আন্দোলন বেতাগী উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই নেছারী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও ইশা ছাত্র আন্দোলন বেতাগী উপজেলার নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ অবিলম্বে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে নাগরিক ও মানবিক অধিকার নিশ্চিত করণ এবং জাতিসংঘের মাধ্যমে সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী প্রেরণের দাবী জানান।
Leave a Reply