সুনামগঞ্জ থেকে এস এইচ কামরুলঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বাদ যোহর ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পুর্ব মিছিলটি সুনামগঞ্জ জামতলা মসজিদের গেইটের সম্মুখ থেকে শুরু হয়ে সুনামগঞ্জ শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আজাদের সভাপতিত্বে ও ইশা ছাত্র আন্দোলন নেতা এহসান রেজা মুহিবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট কলামিস্ট মুফতি সোলাইমান হাসান কামরুল, সুনামগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মাওঃ আব্দুল হাই। সুনামগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওঃ হোসাইন আল হারুন,
মাওঃ তোফায়েল আহমদ, আবুল কাসেম, জেলা যুব আন্দোলন সভাপতি তানভীর অাহমদ তাসলিম, জেলা যুব আন্দোলন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সজিব, সালমান আহমদ, ইশা ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা পুর্ব শাখার সংগ্রামী সহ-সভাপতি হাঃ সালেহ আহমদ, ফেদাউর রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের পাশবিক নির্যাতন ও নির্বিচারে গণহত্যা বন্ধ ও নেতাকর্মীদের আগামী ১৩ সেপ্টেম্বর মিয়ানমার দুতাবাস ঘেরাও কর্মসূচিতে যোগদানের আহবান জানান।
Leave a Reply