আইএবি নিউজ : শনিবার (৯ সেপ্টেম্বর) কুতুপালং, বালুখালী, টেংখালী এলাকায় নবাগত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এখানো হাজার হাজার নির্যাতিত মুসলমান টেকনাফ ও উখিয়ায় আসছে। উখিয়া থেকে টেকনাফ সীমান্ত পর্যন্ত রাস্তায় খোলা আকাশে তারা অবস্থান গ্রহণ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে। যারা বেশি অসহায়, অসুস্থ তাদেরকে নগদ অর্থ দিয়ে সাহায্য করেছে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কাওছার আহমদ, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম, জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, জেলার সাবেক সভাপতি মাও হারুন, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শোয়াইব, সাংগঠনিক সম্পাদক রাশেদ আনোয়ার, যুব আন্দোলন জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র আন্দোলন সভাপতি আবুবকর সিদ্দিক প্রমুখ।
Leave a Reply