স্টাফ রিপোর্টার : মিয়ানমারে অব্যাহত মুসলিম গণহত্যার প্রতিবাদে গত শনিবার (৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গোপালপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নেতা মাওলানা আবু সুফিয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগমগঞ্জ থানার সহ-সভাপতি জনাব মুহা. আলা উদ্দিন, গোপালপুর বাজার জামে মসজিদ এর খতীব মাওলানা নুর আহমাদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালপুর শাখার নেতা মুফতি জুবায়ের আহমাদ, মুহা. ইয়াকুব হুসাইন, মুহাম্মদ হাসান মাহমুদ, জোবায়ের আহমাদ, ছাত্রনেতা মুহা. জহিরুল ইসলাম সহ স্থানীয় সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি গোপালপুর বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের সবকটি গলি প্রদক্ষিণ করে শাখা সভাপতি জনাব মুহাম্মদ আব্দুল কাদের এর দোয়ার মাধ্যমে শেষ হয়।
Leave a Reply