ইমাম হোসাইন, কুতুবী রাঙ্গামাটি (জেলা) সংবাদদাতাঃ আজ সোমবার (৩০ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি মু. জসিম উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাঙামাটির লংগদু উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে করল্যাছড়ি বাজার পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক জনাব মু. জান্নাতুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলার সেক্রেটারী মাওলানা নূর হোসেন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মু. ইসমাঈল হোসেন, ইশা ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি আবু তৈয়বসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ২৪ অক্টোবর (মঙ্গলবার) রাতে লংগদু উপজেলার ঐতিহ্যবাহী করল্যাছড়ি বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্র পাত হয়ে বাজারটির ৫৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।
Leave a Reply