স্টাফ রিপোর্টার : আজ শুক্রবার (২৫ আগস্ট) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার আওতাধীন ৮নং চর কাদিরা ইউনিয়ন শাখার উদ্যোগে ইশা ছাত্র আন্দোলনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি মুহাম্মদ শোরাফ উদ্দিন (স্বপন) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা আ.হ.ম নোমান সিরাজী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কমলনগর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি এইচ.এম ইসমাইল হোসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ছাত্র আন্দোলনের গুরুত্ব অপরিসীম, কারণ যুগে যুগে এই ছাত্রদের দ্বারাই ইতিহাস সৃষ্টি হয়েছে। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণআন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ এই আন্দোলনগুলিতে ছাত্রদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। অতএব আমাদেরকে ছাত্র রাজনীতি করতে হবে সততা ও নিষ্ঠার সাথে ইশা ছাত্র আন্দোলন লক্ষ্যকে সামনে রেখে ছাত্র আন্দোলন মূল লক্ষ্যে পৌঁছাতে হবে।
উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন কমলনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হোছাইন মাহমুদ, অর্থ সম্পাদক মুহাম্মদ রাকিব হোসাইন, ইসলামী যুব আন্দোলন কমলনগর উপজেলার সংগ্রামী আহবায়ক মুহাম্মাদ শাহজাহান, ইসলামী আন্দোলন চর কাদিরা ইউনিয়ন শাখার সভাপতি মাও: মাকছুদুর রহমান, সেক্রেটারি মাও: কবির হোসাইন, ইশা ছাত্র আন্দোলন ৮নং চর কাদিরা ইউনিয়ন শাখার
সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সুমন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আকবর হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ জহিরুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply