নাজিম উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি : আজ সোমবার (২১ আগষ্ট) বন্যাদুর্গতদের সাহায্যার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে ত্রাণ নিয়ে লালমনিরহাটে মহেন্দ্রনগরে এসে প্রথম ধাপে ত্রাণ বিতরণ করেছেন মহানগর নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মহানগরের সমাজকল্যাণ ও ত্রাণ তহবিল থেকে নগদ টাকা, শুকনো খাবার, কাপড় ও ওষুধপত্রসহ প্রায় দশ লক্ষাধিক টাকার ত্রাণ সহায়ক আসবাপত্র নিয়ে কাফেলাটি রওয়া হয়েছিলো গতকাল রাতে।
চলিত সপ্তাহে প্রায় বন্যাকবলিত সবগুলো জেলা ও অঞ্চলে ত্রাণ সহায়তার লক্ষ্যে আরও বেশ কয়েকটি কাফেলা রওয়ানা হবে। এ উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক বিভিন্ন থানা শাখার মাধ্যমে ত্রাণ সংগ্রহ কর্মসূচিও গ্রহণ করেছে।
ত্রাণ টিমটি লালমনিরহাটের আরো বিভিন্ন জায়গা ও কুরিগ্রাম সহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ করবে বলে জানা গেছে।
ত্রাণ টিমের নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, সাথে আছেন সেচ্ছাসেবক চট্টগ্রাম জেলা কমান্ডার মুহা. ইব্রাহীম খলিল সহ নগর নেতৃবৃন্দ।
Leave a Reply