শেখ আজিজুর রহমান মাসুম : নায়েবে আমীরুল মুজাহিদীন শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই) এর কাছে গত শনিবার ২০ মে’১৭ বগুড়া, মহাস্থানগড় মাহফিলে এসে রতম কুমার শীল নামক এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে। শায়েখ তার নাম রাখেন আব্দুর রহমান।
এভাবে হাজারো বিধর্মী পীর সাহেব চরমোনাইর ওয়াজ, নসিহত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছে।
গত চরমোনাই মাহফিলেও বেশ কয়েকজন ভিন্ন মতাবলম্বী ও কট্টর নাস্তিক শায়েখে চরমোনাইর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে।
Leave a Reply