মুক্তাদির চৌধুরী, সিলেট প্রতিনিধি : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সংগঠনের জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে আজ ২৫ আগষ্ট’১৭ শুক্রবার বাদ আসর দরবস্ত বাজারস্থ স্থানীয় মিলানায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের উপজেলা সভাপতি মু. জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদ আহমদের সঞ্চালনায় র্যালী পরবর্তী সমাবেশে ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক আবু তাহের মিসবাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ ২৬ বছর অতিবাহিত করেছি। এই ২৬ বছরে আমাদের অর্জন অনেক। আমরা রাজপথে আন্দোলনে শুরু থেকে এখনো রয়েছি। জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, হামলা-মামলার শিকার হয়েছি, জেলখানার অন্ধ প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হয়েছি।
তিনি বলেন, আমাদের এই ২৬ বছরে সব থেকে বড় অর্জন, আমরা আদর্শিক দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছি, আর এই আদর্শিক অগ্রগতি চূড়ান্ত বিপ্লবের পাথেয় হিসেবে সামনের আন্দোলন সংগ্রামে এগিয়ে যেতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ আহমদ মাহী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা প্রচার সম্পাদক আবু বকর, ইশা ছাত্র আন্দোলন জৈন্তাপুর উপজেলা সহ-সভাপতি মু. জামিল আহমদ প্রমূখ নেতৃবৃন্দ।
Leave a Reply