রিয়াদ, বরিশাল প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, অতীতে এদেশে নির্বাচনী প্রক্রিয়ায় সন্ত্রাসীদের ক্ষমতায় বসানো হয়েছিল।এদেশের মানুষের অসচেতনতায় এখনো বসার পাঁয়তারা চলছে। এরা ক্ষমতায় বসলে এর উত্তাপে ক্ষয়ক্ষতির হাত থেকে কেউ রেহাই পাবে না।
গতকাল সোমবার (১৪ আগষ্ট’১৭) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উদ্যোগে চাঁদমারি এমসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত “জেলা শুরা অধিবেশনে” তিনি উপর্যুক্ত কথা বলেন।
তিনি বলেন, ইসলাম সন্ত্রাসবাদকে কখনো সমর্থন করেনি। ইসলামের দোহাই দিয়ে যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তারা দেশের শত্রু, দশের শত্রু, ইসলামের শত্রু।
জেলা সহ-সভাপতি আবদুল মালেক কাফরা’র সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সহযোগী সংগঠনের সকল দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
Leave a Reply