স্টাফ রিপোর্টার : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য ছাত্রনেতা কে.এম শরীফুল ইসলাম বলেছেন, সন্ত্রাস ও দুর্নীতি সমাজের রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়েছে। ছাত্র সমাজের গৌরবোজ্জ্বল ইতিহাস আজ কলঙ্কিত। একটি মহল ছাত্রসমাজকে নিজেদের স্বার্থে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। এ অবস্থা থেকে বের হয়ে একটি আদর্শিক পরিবর্তনের আন্দোলন গড়ে তুলতে হবে। আত্মশুদ্ধিমূলক ইসলামী সমাজব্যবস্থা প্রবর্তন ছাড়া মাবনবতার কাঙ্খিত মুক্তি সম্ভব নয়।
গত (শুক্রবার) বিকেলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সদস্য তারবিয়তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সভাপতি মুহাম্মদ সাকিবুল হাসানের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ সাখাওয়াত উল্লাহ’র উপস্থাপনায় অনুষ্ঠিত সদস্য তরবিয়তে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহ সভাপতি মোঃ সিদ্দিক হুসাইন, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ নূরুল জান্নাত মান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মোঃ খাইরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আবু সায়েম, স্কুল বিষয়ক সম্পাদক মোঃ জিবন, ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ মাজহার উল হক, সদস্য মনিরুজ্জামান কাইয়ুম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলীল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়ীত্বশীলগণ এবং পাকুন্দিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তারবিয়তে উপস্থিত ছিলেন।
Leave a Reply