জামালপুর : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকার বিচার বিভাগকে তাদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠছে। একটি দেশের সর্বোচ্চ বিচার বিভাগ হলো সুপ্রিমকোর্ট নিজ নিয়ন্ত্রণে নিয়ে কি করতে চান সরকার। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল রায়ের পর্যবেক্ষণকে ইস্যু করে প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম দেয়া সংবিধান পরিপন্থি। এরপূর্বেও আওয়ামী লীগ বিচারালয়কে লাঠি দেখিয়েছিল। এধরণের মানসিকতা পরিহার করা উচিত।
বুধবার (২৩ আগস্ট) সকালে জামালপুর জেলার সদর উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ পূর্ব আলোচনায় তিনি একথা বলেন। এসময় জেলা নেতৃবৃন্দ, যুবনেতা, ছাত্রনেতাসহ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, বর্তমান সরকার যেনতেন ভাবে আজীবন ক্ষমতায় থাকতে চায়। জনগণের রক্তের উপর দিয়ে হলেও তারা ক্ষমতায় থাকতে চান। এমনটা ঠিক নয়। ভাল কাজ করলে তো জনগণই আপনাদেরকে আজীবন ক্ষমতায় রাখবে। জোর জবরদস্তি করে কেন ক্ষমতায় থাকতে চান? তাহলে কি আপনাদের প্রতি জনগণের সমর্থণ নেই? আসলেই বর্তমান সরকারের সাথে জনগণ নেই। পারলে প্রমাণ করে দেখান।
Leave a Reply