মাওঃআল-আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি : আজ ৩ নভেম্বর (শুক্রবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্যাপুর(গাইবান্ধা) উপজেলা শাখার অস্থায়ী কার্যলায়ে উপজেলা সভাপতি ক্বারি সামছুল আলমের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রথান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্যাপুর উপজেলার বর্তমান সভাপতি ক্বারি সামছুল আলম এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্যাপুর উপজেলার সাবেক সভাপতি ও বর্তমান গাইবান্ধা জেলা জয়েন সেক্রেটারি মাওঃ আল-আমিন ও সাদুল্যাপুর উপজেলা সেক্রেটারি মাওঃ আব্দুল মোমিন সাহেব। সভাশেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন শাখা কমিটিতে বিশিষ্ঠ ফার্নিচার ব্যাবসায়ী মোঃ ফের্দাউস মিয়া কে সভাপতি ও মোঃ ইইনুস আলী(বকশি)কে সেক্রেটারি করে পুর্নঙ্গ কমিটির দায়িত্বসীলদের তকলিকা ঘোষনা করেন। নবগঠিত ইউনিয়ন কমিটির দায়িত্বসিলদের শপথ বাক্য পাঠ করান উপজেলা আন্দোলন সভাপতি ক্বারি সামছুল আলম। উক্ত কমিটি গঠন বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন উপজেলার জয়েন সেক্রেটারি ছাইফুল ইসলাম,অর্থ সম্পাদক,প্রচার সম্পাদক সহ উপজেলা প্রমুখ নেতৃবৃন্দু।
Leave a Reply