জাবের হোসাইন, সোনাগাজী (উপজেলা) সংবাদদাতা : আগামী ৮ সেপ্টেম্বর ফেনীতে ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে আজ সকাল ৯টা হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা সভাপতি হাফেজ মাওলানা হিজবুল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চলনায় উপজেলা কার্যালয় সংলগ্ন নাসির কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, মুজাহিদ কমিটি সহ সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা কাজী গেলাম কিবরিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইএবি ভারপ্রাপ্ত সেক্রেটারী শাহাদাত হোসেন কামরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি আলী হোসেন, ইশা ছাত্র আন্দোলন ফেনী জেলা সভাপতি আব্দুর রহমান ফরহাদ। জেলা জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সদস্য সচিব মাওলানা আব্দুর রাজ্জাক, সোনাগাজীর সনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান মানুমিয়ার বাজার মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা সামছুল হুদা, ভোর বাজার মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা সাইফুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সোনাগাজী উপজেলা সদর মাওলানা আশ্রাফ আলী, সেক্রেটারি মাওলানা ক্বারী ইসমাঈল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হক, সেক্রেটারি হাফেজ সানা উল্যাহ, সাবেক সভাপতি আহমাদুল হাসান মাসউদ, ইসলামী যুব আন্দোলন সোনাগাজী উপজেলা সভাপতি আব্দুর রহমান তামীম, সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহীম শাকিল, ইশা ছাত্র আন্দোলন সোনাগাজী উপজেলা সভাপতি জাবের হোসাইন, সাধারণ সম্পাদক আবু বকর, পৌর সভাপতি ইব্রাহীম মিয়াজী প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা সভাপতি হাফেজ মাওলানা হিজবুল্লাহ বলেন, নায়েবে আমীরের মহাসম্মেলন সফলে আমরা সর্বোচ্চ চেষ্টা মেহনত করব। এবং সাংগঠনিক ভীত মুজবুত
করতে আমরা গঠন মূলক প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি।
যৌথ সভায় আইএবি’র সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply