হাসান মাহমুদ, সোনাগাজী (উপজেলা) সংবাদদাতা : ২০ই জুলাই (বৃহস্পতিবার) উপজেলা শহরের নাছির কমিউনিটি সেন্টারে বিকাল ৩টায় ইসলামী যুব আন্দোলন সোনাগাজী উপজেলার ১ম উপজেলা যুব সম্মেলন আহবায়ক মাওলানা আব্দুর রহমান তামীমের সভাপতিত্বে ও সদস্য দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান গিলমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা সভাপতি মুফতি আবদুল কাইয়ুম সোহাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ফেনী জেলা সভাপতি মাওলানা কাজী গোলাম কিবরিয়া, জেলা আন্দোলনের উপদেষ্টা মুফতি আহসান উল্যাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী শ্রমিক আন্দোলন ফেনী জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হেলাল।
এতে আরো বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন ফেনী জেলা সভাপতি আব্দুর রহমান ফরহাদ, ইসলামী আন্দোলন সোনাগাজী উপজেলা সাবেক সভাপতি মাওলানা আহমদুল হাসান মাসুদ, ভারপ্রাপ্ত সভাপতি ক্বারী ইসমাঈল, সেক্রেটারি মাওলানা সানা উল্যাহ, জয়েন্ট সেক্রেটারি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা সভাপতি তার আলোচনা শেষে আগামী ২০১৭-১৯ সেশনের জন্য মাওলানা আব্দুর রহমান তামীমকে সভাপতি, ইব্রাহীম মোহাম্মদ শাকিলকে সহ-সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান।
Leave a Reply