আরিফ বিল্লাহ, ঝালকাঠি (জেলা) সংবাদদাতা : এদেশে অনেক ছাত্র সংগঠন আছে, যারা ছাত্রদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেয়, ধর্ষণে সেঞ্চুরী করলে পদ পাওয়া যায়, এই সকল জাগতিক সংগঠন ছেড়ে আমাদরকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে। কেননা সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক তৈরীর একমাত্র প্লাটফর্ম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
গতকাল শুক্রবার (২০ রমজান) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে কারীমিয়া সাখাওয়াতিা মাদরাসা মিলনায়তনে আহবায়ক এইচ এম শফিকুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে ও সদস্য সচীব মুহাঃ আব্দুল্লাহ এর সঞ্চালনায় উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠী জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাওঃ আহসান উল্লাহ খান উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, যারা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে তাদেরকে অবশ্যই ইশা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। কেননা ইশা ছাত্র আন্দোলনই একমাত্র সংগঠন যে ছহিহ পন্থায় ইসলামী বিপ্লবের স্বপ্নকে লালন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব আন্দোলন সভাপতি প্রভাষক মাওঃ মোঃ আল আমিন, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি প্রভাষক মাওঃ মোঃ মনিরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন ঝালকাঠী জেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাঃ আরিফ বিল্লাহ, বিশেষ বক্তা জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা অর্থ সম্পাদক মুহাঃ আমিনুল ইসলাম।
সম্মেলন শেষে ইশা ছাত্র আন্দোলন কাঠালিয়া উপজেলা শাখার ২০১৭ সেশনের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি মোঃ শফিকুল ইসলাম রাসেল,
সহ-সভাপতি মোঃ এছহাক ও সাধারণ সম্পাদক মুহা. আব্দুল্লাহকে মনোনীত করা হয়।
Leave a Reply