মুক্তাদির চৌধুরী, সিলেট প্রতিনিধি : গতকাল (বুধবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলার মজলিসে শুরার অধিবেশন জেলা সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারী শামছুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। অধিবেশন দরসুল কুরআন থেকে আলোচনা করেন মাওলানা লুৎফুর রহমান চৌধুরী আজাদ।
বক্তব্য রাখেন অ্যাডভোকেট রফিক উদ্দিন তালুকদার, মোঃ আব্দুস শহিদ, গউস উদ্দিন চৌধুরী, মোঃ আব্দুল কাইয়ুম, সামছুল আলম সাজু, আব্দুল মোছাব্বির রুনু, আশরাফুল হক চৌধুরী জুয়েল, আবু তাহের সোহেল, মাস্টার মমতাজ উদ্দিন, মাহবুবুল আলম, মোঃ আসাদুজ্জামান লিটন।
সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জের ৪টি আসনে সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী বাছাই করা হয়। হবিগঞ্জ-১ থেকে মাওলানা আব্দুল হান্নান, হবিগঞ্জ-২ থেকে মাওলানা লুৎফুর রহমান চৌধুরী আজাদ, হবিগঞ্জ-৩ থেকে মহিব উদ্দিন আহমদ সোহেল, হবিগঞ্জ-৪ থেকে মোঃ কামাল উদ্দিন মনোনীত হন।
Leave a Reply