স্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শহীদি মসজিদের সামনে হাওড় অঞ্চলকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা ও ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণনের দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি জোবায়ের আহমদ এর সভাপতিত্বে ও ইমদাদুল্লাহ মাহবুব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওলনা মহিউদ্দিন আজমী।
প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের প্রতি আহবান রেখে বলেন, অচিরেই হাওড় অঞ্চলকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা ও ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি পূরণ করতে হবে।
সভাপতি জোবায়ের আহমদ তার বক্তব্যে বলেন, দল-মত নির্বিশেষে হাওড়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাড়ান। তিনি আগামী ৩০ এপ্রিল ইশা ছাত্র আন্দোলনের আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-দফতর সম্পাদক আশরাফ আলী সোহান, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের আহবায়ক মাজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মুহা. হুমায়ুন কবীর, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ বিন রশিদ, আমিন রশিদ, আবরারুল হক, সাইফুল ইসলাম, আবু নাঈম ও ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা ও থানা নেতৃবৃন্দ।
Leave a Reply