আইএবি নিউজ : হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম- পীর সাহেব চরমোনাই। এক বিবৃতিতে তিনি বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে তিনি সরকারের সাহায্য বাড়ানোর দাবী জানান। সেই সাথে হাওরবাসীর পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী, দেশের বিত্তবান ব্যক্তিবর্গ, সাহায্য সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন।
পীর সাহেব চরমোনাই বলেন, হাওর অঞ্চলের মানুষ এখানো অনেক অবহেলিত। সরকারের পর্যাপ্ত উন্নয়নের অভাব রয়েছে। বাঁধ নির্মাণের সময়সীমা অনেক আগেই শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সম্পন্ন না হওয়ায় হাওরবাসী মানুষ অপুরণীয় ক্ষতির সম্মুখীন হলো। হাওর প্লাবিত হওয়ার পেছনে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি বা দুর্নীতি দায়ী কি না এমন তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
পীর সাহেব চরমোনাই বলেন, হাওর অঞ্চলগুলোর মানুষকে বাঁচাতে হবে। তাই দুর্গতপ্রবল অঞ্চলগুলোতে সরকারি সাহায্য সহযাগিতা আরো বাড়াতে হবে এবং উন্নয়নের আওতায় আনার কার্যকরি উদ্যোগ নিতে হবে।
Leave a Reply