নাজিম উদ্দিন, চট্টগ্রাম সংবাদদাতাঃ আজ ২২ জুন চট্রগ্রাম মহানগর বায়েজিদ থানার আওতাধীন চন্দ্রনগর এলাকার ব্রাইট কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র সাগর হত্যার দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। জানা যায় ধর্মীয় বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায় কেচি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে বিপ্লব নামের এক হিন্দু টেইলার্স দোকানদার। পরে হাসপাতালে নেয়ার পর সাগরের মৃত্যু হয়। ৯ম শ্রেণির সাগর হত্যার দাবিতে সোচ্চার হয়েছে চন্দ্রনগর এলাকাবাসী ও ইশা ছাত্র আন্দোলন। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহা.নাজিম উদ্দিন সাথে কথা বলে জানা যায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর বায়েজিদ থানার আওতাধীন চন্দ্রনগর ইউনিট এর স্কুল বিষয়ক সম্পাদক ছিল সাগর আল হাসান।
ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধনে প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জয়েন্ট সেক্রেটারি ডাঃ রেজাউল করীম, বিশেষ অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মুহা.হাবিবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মুহা.ইব্রাহীম খলিল,আরো উপস্থিত ছিলেন নগর ছাত্র আন্দোলনের আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মুহা.আরিফুল ইসলাম, কলেজ বিষয়ক সম্পাদক মুহা.ইকবাল হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহা.নাজিম উদ্দিন সহ নগর, বিভিন্ন থানা, ওয়ার্ড নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনগন। পরে সংগঠনের নেতাকর্মীরা সাগরের পরিবারের সাথে দেখা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সহ সকল সহযোগী সংগঠন গুলোর মাধ্যমে সংগ্রহীত নগদ অর্থ তার পরিবারের হাতে তুলে দেয়া হয়। সাথে সাথে মহানগর নেতৃবৃন্দের পক্ষ থেকে খুনি বিপ্লবের সর্বোচ্চ শাস্তির দাবী ও তার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply