খুলনা সংবাদদাতা : আজ (বৃহস্পতিবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের বিভিন্ন থানায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গ্রীক দেবীর মূর্তি অপসারণের দাবিতে ঢাকায় আগামীকাল ২১শে এপ্রিল জাতীয় মহাসমাবেশ সফলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর থানাঃ বিকাল ৫.০০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা সভাপতি মাওলানা মনিরুল ইসলাম এর সভাপতিত্বে মোঃ লুৎফর রহমানের পরিচালনা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- খুলনা মহানগর সভাপতি মাওলানা মুজ্জাম্মিল হক, বিশেষ অতিথি ছিলেন- নগর সেক্রেটারী মুফতি আমানুল্লাহ, নগর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, উপস্থিত ছিলেন- মাওলানা আনোয়ার হোসেন, কারী শাহ আলম, হাফেজ খায়রুল ইসলাম, এম.এ হাসিব গোলদার, মোঃ আলফাত হোসেন লিটন প্রমুখ।
খানজাহান আলী থানাঃ সন্ধ্যা ৬.০০ টায় থানা কার্যালয়ে থানা সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ কামরুল ইসলামের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন নগর সেক্রেটারি মুফতি আমানুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন নগর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, উপস্থিত ছিলেন- মাওলানা হাফিজুর রহমান ফারুকি, মোঃ ফজলুর রহমান, মোঃ আজাদ মোল্লা, মোঃ আল-আমিন প্রমুখ।
সদর থানাঃ বিকাল ৫.০০ টায়, থানা কার্যালয়ে থানা সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুজিবর রহমান ছোটন এর পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাছিরউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন- নগর সাংগঠনিক সম্পাদক জি.এম. সজীব মোল্লা, মোঃ ফেরদাউস হাসান, হাফেজ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সোনাডাঙ্গা থানাঃ বিকাল ৫.০০ টায়, থানা কার্যালয়ে থানা সভাপতি মাওলানা ইমরান হোসাইন এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম তুষার এর পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন নগর প্রশিক্ষণ সম্পাদক কে.এম. আলআমিন হোসাইন, উপস্থিত ছিলেন- মোঃ আমজাদ হোসাইন, মোঃ আব্দুর রশীদ প্রমুখ।
Leave a Reply