খুলনা সংবাদদাতা : বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় মহানগর কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর মাসিক সভা অনুষ্ঠিত হয়। নগর সভাপতি মুহা. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া এর পরিচালনায় বৈঠকে আসন্ন ২৪ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর সৈয়দ মুহা. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এর শুভগামন উপলক্ষে রোহিঙ্গা মোসলমানদের উপর নির্যাতন, গণহত্যা বন্ধ এবং রোহিঙ্গাদের অধিকার আদেয়ের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার যৌথ আয়োজনে সোনালী ব্যাংক চত্ত্বরে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে বেশ কিছু কর্মসূচী হাতে নেওয়া হয়। তন্মধ্যে প্রতি থানায় জনসভা বাস্তবায়নের জন্য প্রস্তুতি সভা করার নির্দেশ দেওয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক তানভির, সাংগঠনিক সম্পাদক এইচ এম জুনাইদ মাহমুদ, গাজী ফেরদাউস, মাওঃ ফরিদ উদ্দিন আজহার, মুহা. আমজাদ হোসেন, মুহা. মাইনুল ইসলাম, মুহা. আল-আমিন, মুহা. শিমুল বিশ্বাস, মুহা. জাহাঙ্গীর আলম প্রমুখ।
Leave a Reply