ইউসুফ পিয়াস, নোয়াখালী (দক্ষিণ) সংবাদদাতা : আজ (মঙ্গলবার) সকাল ১০টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত জেলা আমেলার শুরা সদস্যদের নিয়ে জেলা আইএসসি মিলনায়তনে জেলার শুরা অধিবেশন ও আজকের এই দিনে ইশা ছাত্র আন্দোলনের ৪জন শহীদ ভাই এর রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সহ-সভাপতি হাফেজ মাঞ্জুরে এলাহী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদার এলাহী এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার সাবেক বিপ্লবী সভাপতি ডাঃ আল আমিন সাইফুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে ৪জন শহীদ ভাই এর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের সর্বোচ্চ শাস্তি ফাসি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা হাবিবুর রহমান, অর্থ সম্পাদক ওসমান গণী, কলেজ বিষয়ক সম্পাদক ইউসুফ পিয়াস ও স্কুল বিষয়ক সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।
Leave a Reply