নোয়াখালী থেকে আবদুল ওয়াহাবঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আগামী ৫ মে নবীন আলেমদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে “নবীন আলেম সংবর্ধনা সম্মেলন” বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা গতকাল (রবিবার) বাদ আসর সংগঠনের নোয়াখালী জেলা (উত্তর) শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা সভাপতি হাফেয মাওলানা নজীর আহমাদ দাঃবাঃ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা সহ-সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তরের সহ-সভাপতি মুহাম্মদ সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহাব, নোয়াখালী দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদার হোসাইন, অর্থ সম্পাদক উসমান গনী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুফতি নূরুল আবসার, আইএবি বেগমগঞ্জ থানা সভাপতি মাওলানা নূরুদ্দীন, সেক্রেটারি মাওলানা ইয়াকুব নূরী, আইএবি চৌমুহনী পৌর সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, আইএসসিএ বেগমগঞ্জ (পশ্চিম) সভাপতি ইবরাহিম, বেগমগঞ্জ পূর্ব সাধারণ সম্পাদক নূরুদ্দীন, চৌমুহনী পৌর সভাপতি উসমান গনী সহ নানা স্তরের দায়িত্বশীলবৃন্দ।
সংগঠন সূত্রে জানা যায়, নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিতব্য নবীন আলেম সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন ‘আল্লামা মুফতী ফয়জুল করীম’ দামাত বারাকাতুহুম।এছাড়াও উপস্থিত থাকবেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল, বৃহত্তর নোয়াখালীর বরেণ্য উলামায়ে কেরামসহ শিক্ষাবিদ ও বুদ্ধিজীবিবৃন্দ।
Leave a Reply