আহমাদ ইমরান, কুমিল্লা হতে: নায়েবে আমীরুল মুজাহিদীন শায়খুল হাদীস আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (পীরে কামেল চরমোনাই)-এর সফর সূচির অংশ হিসেবে আগামী (২৮ ডিসেম্বর’১৭ ইং) বৃহস্পতিবার কুমিল্লা মহানগরীতে আগমন করবেন বলে নিশ্চিত করেছেন বামুক ছদর আলহাজ্ব কামরুল হাসান খোকন ও সেক্রেটারি মাওলানা মুজ্জামিলুল হক্ব ফারুকী। কুমিল্লা নগরীতে হযরত পীরে কামেল চরমোনাই এর শুভাগমন উপলক্ষে কুমিল্লা নগরীর প্রেসক্লাব প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলার ব্যানারে কর্মী সম্মেলন প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। মাহফিলটি কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোডের হাজী আক্রাম উদ্দীন হাই স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির আখেরী বয়ান পেশ করবেন। মাহফিলকে কেন্দ্র করে কুমিল্লা নগররী সকল মাদ্রাসার আসাতিযায়ে কেরামগণ ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ও বিভিন্ন স্থানে পোষ্টার, লিফলেট ও স্থানীয় উলামায়ে কেরামদের কাছে দাওয়াত পৌছানো সহ যাবতীয় কাজ করে যাচ্ছেন। উক্ত মাহফিলে আরো দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন।
Leave a Reply