মুনতাছির আহমাদ, দিনাজপুর জেলা প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক পবিত্র জেরুজালেমকে অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশব্যাপী জেলায় জেলায় কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশহিসেবে গতকাল বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ, দিনাজপুর জেলা শাখায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তাগন বলেন, ইসরাইল তো বৈধ কোন রাষ্ট্রই নয়, পবিত্র নগরী জেরুজালেম ইসরাইলের রাজধানী দাবী করার কোন প্রশ্নই উঠেনা। বক্তাগণ পবিত্র জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ কর্মসূচী ১৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলনের দিনাজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মুফতী খাইরুজ্জামানের নেতৃত্বে দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গণ হতে বের হয়ে ষ্টেশন রোড, পৌরসভা মোড়, মুন্সিপাড়া রোড সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
অন্যান্যদের মধ্যে বিক্ষোভে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ আনছারুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতী আশফাক, প্রচার সম্পাদক মুহা.ফায়সাল জাহিদ, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুনতাছির আহমাদ, সহ-সভাপতি মুহা. আজিজুল হক, সাধারণ সম্পাদক মুহা. শফিকুল ইসলাম, হাবিপ্রবি শাখার সহ-সভাপতি মুহা. জিসান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply