হাসান মাহমুদ, ফেনী (জেলা) সংবাদদাতাঃ আজ শুক্রবার (১৫ই ডিসেম্বর) বাদ আছর ফেনীর ঐতিহাসিক জহিরিয়া মসজিদ চত্বর হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক মুসলমানদের পবিত্রভূমি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতিদানের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের ফেনী জেলা শাখার উদ্যোগে এক “প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল” জেলা সভাপতি কাজী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নুরুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সহ সহযোগী সংগঠনের উদ্ধতন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতার বিশাল একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করে।এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাম্পের বিরুদ্ধে গগণবিদারী বিভিন্ন শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।
Leave a Reply