মোঃ নাফিউল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: আজ ১৬ ই ডিসেম্বর, শনিবার বিজয় দিবস উপলক্ষে বিকাল ৪ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর সদর থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মোঃ আব্দুল গফফার-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন শাখা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ,যশোর জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”১৯৭১ সালে এই দিনে জাতীর শ্রেষ্ট সন্তানদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি বিজয়।যার মাধ্যমে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাব বলে আশা করেছিলাম।আমরা ভেবেছিলাম আমরা শোষন-জুলুম, অত্যাচার-নির্যাতন, ধর্ষন, চাদাবাজি, ছিনতাই সহ সকল প্রকার অনৈতিক কার্যক্রম থেকে আমরা মুক্তি পাব। কিন্তু আজ দুঃখ নিয়ে বলতে হয়, আমরা আজো মুক্ত হতে পারি নি।আজও আমরা প্রতিনিয়ত শোষন-জুলুম,নির্যাতনের শিকার হচ্ছি। আমরা আজও প্রকৃত মুক্তির স্বাদ পাইনি।”
সদর থানা শাখার সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস বলেন আজ আমরা স্বাধীন হয়েছি কিন্তু তার স্বাদ আমরা আজও পাইনি, এতদিন আমরা ছিলাম বহিরাগত শত্রুর হাতে নির্যাতিত আর এখন আমরা নিজেদের শত্রুর হাতেই নির্যাতিত। তিনি আরও বলেন আমরা আজ এতটাই স্বাধীন যে সুন্নাতি লেবাছ নিয়ে আমরা চলতে পারি না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর থানা শাখার জয়েন্ট সেক্রেটারি মো মফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল করীম, আইন বিষয়ক সম্পাদক মো শাখাওয়াৎ হুসাইন, মো আয়ুব হোসেন।,ইশা ছাত্র আন্দোলন যশোর জেলার সভাপতি খাইরুল বাশার, সহ সভাপতি খালিদুর রহমান, সাধারন সম্পাদক নাফিউল ইসলাম সহ থানা এবং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
Leave a Reply